আস সালামুওলাই কুম। পরমকরুনাময় আল্লাহ পাকের অশেস কৃপা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রি, জাতির জনকের যোগ্য উত্তর সুরি শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আজ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম পদক্ষেপ হিসেবে শিক্ষাখেত্রে প্রথম বারের মত ডিজিটাল সুবিধায় পদার্পণ করতেপেরে সত্যিকার অর্থেই গর্ব অনুভব করছি। বে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের সিমীত সুযোগের মধ্যে বাস্তবিক অর্থেই এই স্বপ্ন ছিল অধরা। যশোর শিক্ষা বোর্ড নিজ থেকে প্রত্যেক প্রাতষ্ঠানের জন্য একটি করে ওয়েব পেজ খুলে দিয়ে আমাদেরকে আজ আধুনিক ও যুগোপযুগি ব্যাবস্থাপনার সাথে সমৃক্ত করে দিয়েছেন সেই জন্য অমরা কতৃপক্ষের নিকট কৃতজ্ঞ। আজ আমরা যেমন সহজেই বোর্ডের যাবতীয় কাজের সাথে যুক্ত হতে পেরেছি তেমনি নিজেরাও আন্ত পতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে আরো বেশি করে সৌহার্দ গড়ে তুলতেপারব বলে আশাবাদি। বছরের শুরু থেকেই সমস্ত ভূলভ্রান্তিকে এড়িয়ে এবং কম সময়ে ও ঝামেলামুক্তভাবে অন লাইনে শিক্ষার্থীদের রেজিট্রেশন, পরীক্ষার্থী সিলেকশন, ফলাফল সহ বিভিন্ন ধরণের জটিল কাজগুলো খুব সহজভাবে সম্পন্ন হয়েছে শুধুমাত্র অন লাইন সুবিধার জন্য যা, আমরা অগে কখনো চিন্তাও করতে পারিনি। শিক্ষাখেত্রে আজ যে নব জাগরণের সৃষ্টি হয়েছে তার পতিকৃত হয়ে থাকবে যশোর শিক্ষা বোর্ড। আমি আশা করি আগামীতে জাতীয় বিশ্ববিদ্যালয়, সকলবোর্ড, সহ সমস্ত প্রতিষ্ঠানে এই ধারা অব্যহত থাকবে এবং এ বিষয়ের প্রতিষ্ঠান সমুহে সমস্ত অনুসঙ্গ, উপকরণ সরবরাহ, দক্ষশিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের প্রশিক্ষন অব্যাহত থাকবে তা হলেই এই সুবিধার ফলাফল সবাই উপভোগ করতে পারবে ইনশে আল্লাহ।
আস সালামুওলাই কুম। পরমকরুনাময় আল্লাহ পাকের অশেস কৃপা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রি, জাতির জনকের যোগ্য উত্তর সুরি শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আজ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম পদক্ষেপ হিসেবে শিক্ষাখেত্রে প্রথম বারের মত ডিজিটাল সুবিধায় পদার্পণ করতেপেরে সত্যিকার অর্থেই গর্ব অনুভব করছি। বে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের সিমীত সুযোগের মধ্যে বাস্তবিক অর্থেই এই স্বপ্ন ছিল অধরা। যশোর শিক্ষা বোর্ড নিজ থেকে প্রত্যেক প্রাতষ্ঠানের জন্য একটি করে ওয়েব পেজ খুলে দিয়ে আমাদেরকে আজ আধুনিক ও যুগোপযুগি ব্যাবস্থাপনার সাথে সমৃক্ত করে দিয়েছেন সেই জন্য অমরা কতৃপক্ষের নিকট কৃতজ্ঞ।
আস সালামুওলাই কুম। পরমকরুনাময় আল্লাহ পাকের অশেস কৃপা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রি, জাতির জনকের যোগ্য উত্তর সুরি শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আজ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম পদক্ষেপ হিসেবে শিক্ষাখেত্রে প্রথম বারের মত ডিজিটাল সুবিধায় পদার্পণ করতেপেরে সত্যিকার অর্থেই গর্ব অনুভব করছি। বে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের সিমীত সুযোগের মধ্যে বাস্তবিক অর্থেই এই স্বপ্ন ছিল অধরা। যশোর শিক্ষা বোর্ড নিজ থেকে প্রত্যেক প্রাতষ্ঠানের জন্য একটি করে ওয়েব পেজ খুলে দিয়ে আমাদেরকে আজ আধুনিক ও যুগোপযুগি ব্যাবস্থাপনার সাথে সমৃক্ত করে দিয়েছেন সেই জন্য অমরা কতৃপক্ষের নিকট কৃতজ্ঞ।